বিমানবন্দর পুলিশ বক্সে নিহত ব্যক্তির বোমাটি ছিল ‘কোমরে বাঁধা’

ঢাকায় শাহজালাল বিমানবন্দরের সামনে পুলিশ বক্সে বিস্ফোরণে যে ব্যক্তি নিহত হয়েছেন, তার কোমরে বোমাটি বাঁধা ছিল বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2017, 08:58 AM
Updated : 25 March 2017, 09:42 AM

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর গোলচত্বর পুলিশ বক্সের সামনে বিস্ফোরণে ওই ব্যক্তি নিহত হন।

বাংলাদেশের প্রধান বিমানবন্দরের সামনের ঘটনাটি ‘আত্মঘাতী হামলা’ দাবি করে আইএ সের নামে দায় স্বীকারের বার্তা এলেও ডিএমপি পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলছেন, এটি কোনো হামলার ঘটনা নয়, ওই ব্যক্তি বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে ওই ব্যক্তির ময়নাতদন্ত হয়।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতের কোমরে ও বাম হাতে তার পেয়েছি। এতে আমরা ধারণা করছি, বোমাটি তার কোমরে বাঁধা ছিল।”

বোমার বিস্ফোরণে ওই ব্যক্তির মেরুদণ্ড ফেটে যায় এবং কোমরের নিচের অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানান ময়নাতদন্তকারী এই চিকিৎসক।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরবর্তীতে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তার দাঁত, চুল, ভিসেরার কিছু অংশ এবং রক্ত ও মুত্রের নমুনা রাখা হয়েছে বলে জানান সোহেল মাহমুদ।

রক্ত ও মুত্র কেন- প্রশ্ন করা হলে তিনি বলেন, “নিহত যুবক কোনো ধরনের ড্রাগ নিয়েছিল কি না, তা নির্ণয়ের জন্য।”