সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 05:12 AM
Updated : 1 Dec 2015, 07:53 AM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়েন।

চিকিৎসা শেষে আগামী ৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে বলে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মো. মাহমুদুল হাসান জানান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ডিপ্লোম্যাটিক কোরের ডিন যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন।

এছাড়া বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।