তুরস্কে প্রাণহানিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

তুরস্কে সমাবেশে বোমা বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2015, 07:20 PM
Updated : 10 Oct 2015, 07:59 PM

শনিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি শান্তি সমাবেশে জোড়া বোমা হামলায় অন্তত ৮৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ‘বর্বরোচিত ও কাপুরুষোচিত’ এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

হতাহতের এ ঘটনায় সমবেদনা জানিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তুরস্কের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে বার্তা পাঠিয়েছেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব সম্প্রদায় ও তুরস্ক সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশের নেতারা।