নেত্রকোণায় ৩৫ দোকান ও আড়ত পুড়ে গেছে

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ৩৫টি দোকান ও আড়ত পুড়ে গেছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 03:34 PM
Updated : 9 Oct 2015, 03:34 PM

শুক্রবার বিকালে লেপসিয়া বাজারে এই আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

মোহনগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মগবুল হোসেন বলেন, বিকাল ৫টার দিকে নূর ইসলামের লেপ-তোশকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যে তা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সন্ধ্যা ৭টায় ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান মগবুল হোসেন।

ঘটনাস্থল পরিদর্শন করে খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব সিদ্দিকী জানান, মনোহারি, ডিজেল-পেট্রোল, টিন, ইলেকট্রনিক্স, ধান-চাল প্রভৃতির ৩৫টি দোকান ও আড়ত সম্পূর্ণ পুড়ে গেছে।

নেত্রকোণার হাওর অঞ্চলের পাইকারি ও খুচরা ব্যবসার সবচেয়ে বড় মোকাম লেপসিয়া বাজার উল্লেখ করে এই চেয়ারম্যান বলেন, ক্ষতিগ্রস্ত আড়তদার ও দোকানিদের হিসাব অনুযায়ী অন্তত তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।