সাকাপুত্র হুম্মাম গ্রেপ্তার

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2015, 10:56 AM
Updated : 5 Sept 2015, 06:12 PM

সাত বছর আগের একটি মারামারির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুনতাসীরুল ইসলাম জানিয়েছেন।

শনিবার সকালে ধানমণ্ডির বাসা থেকে হুম্মামকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারেও পাঠানো হয়েছে। 

পুলিশ কর্মকর্তা মুনতাসীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৮ সালের জুলাই মাসের একটি মারামারির মামলায় ধানমণ্ডি থানা পুলিশ আজ (শনিবার) তাকে গ্রেপ্তার করেছে।”

হুম্মামের বিরুদ্ধে তার বাবা সালাউদ্দিন কাদেরের যুদ্ধাপরাধের রায় ফাঁসের মামলাও রয়েছে। ওই মামলায় তার মা ফারহাত কাদের চৌধুরীও অভিযোগপত্রভুক্ত আসামি।

বিএনপি নেতা, সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদেরের তিন সন্তানের মধ্যে ছোট ছেলে হুম্মাম পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন।

সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের চূড়ান্ত রায় গত ২৯ জুলাই দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।

তার আগে ২০১১ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওই রায়ের দিন আদালত প্রাঙ্গণে হুম্মামের আচরণ ঔদ্ধত্যপূর্ণ ঠেকেছে প্রত্যক্ষদর্শীদের চোখে।