গৃহবধূ হত্যা: স্বামী ও দেবরের ফাঁসি, যাবজ্জীবন ৪ জনের

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার ঘটনায় তার স্বামী ও দেবরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।  

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 08:58 AM
Updated : 30 July 2015, 10:52 AM
১০ বছর আগের এ হত্যা মামলায় আরও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। 

বৃহস্পতিবার দুপুরে বিচারক শেখ মো. নাজমুল আলম এ রায় ঘোষণা করেন বলে পিপি খসরুজ্জামান দুলু জানান।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- নির্যাতনে নিহত লিপি বেগমের স্বামী মোকদ্দেস মৃধা এবং মোকদ্দেসের ছোট ভাই কবির মৃধা।

এছাড়া মোকদ্দেসের চাচাতো ভাই জাকির মৃধা, সিরাজ মৃধা, আখির মৃধা, জালাল মৃধাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

মামলার সাত আসামির মধ্যে বুলু বেগম নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে বেকসুর খালাস দিয়েছেন।

পলাতক কবির ছাড়া আসামিদের সবাই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন বলে পিপি খসরুজ্জামান জানান।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৫ জুলাই বোয়ালমারীর আরুয়াকান্দি গ্রামে যৌতুকের দাবিতে লিপি বেগমকে নির্যাতন করে হত্যা করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা।

নিহতের বাবা আকমল মৃধা ওই দিনই বোয়ালমারী থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।