শিমুলিয়ায় রো রো ফেরি বন্ধ

পদ্মার নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 01:50 PM
Updated : 28 July 2015, 01:50 PM

মঙ্গলবার বিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিআইডব্লিউটিসি জানায়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার আব্দুল আলীম জানান, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটের লৌহজং টার্নিং চ্যানেলের মুখে বিশাল এলাকা জুড়ে একটি ডুবো চরের সৃষ্টি হয়েছে, যার ফলে নাব্যতা সংকটের সৃষ্টি হয়েছে।

চ্যানেলের পানির গভীরতা ৬ ফুট জানিয়ে তিনি বলেন, রো রো ফেরির জন্য গভীরতা অন্তত সাড়ে ৭ ফুট প্রয়োজন। তাই রো রো ফেরিগুলোকে সাময়িক বন্ধ রাখা হয়েছে।

তবে এই রুটের মাঝারি ও ছোট আকারের ১৪টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান আহম্মেদ খান জানান, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটের লৌহজং টানিংয়ে চ্যানেল মুখে প্রায় পাঁচশ থেকে ছয়শ ফুট এলাকা জুড়ে একটি ডুবো চরের সৃষ্টি হয়েছে।

১৯ জুলাই থেকে দুটি ড্রেজার দিয়ে দিনরাত ড্রেজিং করা হচ্ছে। আর দুদিন ড্রেজিং করলে সমস্যা থাকবে না বলে তিনি জানান।

এছাড়া পদ্মা উত্তাল থাকায় মঙ্গলবার সকাল থেকে এই রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে এবং সীমিত আকারে  ট্রলার ও সিবোট চলছে বলে বিআইডব্লিউটিএ-এর শিমুলিয়া নৌ বন্দর ট্রাফিক ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন জানিয়েছেন।