আমাদের কথাসাহিত্য ও শওকত ওসমান

>> মোস্তফা তারিকুল আহসানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2014, 04:29 AM
Updated : 8 Feb 2014, 05:00 AM

আমাদের কথাসাহিত্যে নিয়ে যুগপৎ আশান্বিত ও হতাশ হবার কারণ রয়েছে। যদি এমন ভাবি যে, আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক রচনাক্রম সে এক বিশাল অধ্যায়, সেক্ষেত্রে সেটা অবশ্য আশাপ্রদ ব্যাপার। তবে লক্ষ্য থাকে যে, আমাদের সাহিত্যের এই শাখা অন্যান্য শাখার মতোই অনেকটা নিজস্ব মেরুদ- ছাড়াই দাড়াতে শুরু করেছিলো। আমাদের পথিকৃৎ লেখকদের রচনাই যখন স্পষ্ট অনুকরণের ছাপমারা সেক্ষেত্রে এভারেজ সাহিত্যকে মামুলী উপাধিতে বিশেষিত করা চলে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)