মালদ্বীপের পার্লামেন্টে সরকার ও বিরোধী দলীয় এমপিদের মারামারি

মন্ত্রিসভায় নতুন চার মন্ত্রীর অনুমোদন নিয়ে রোববার দুইপক্ষের এমপিদের মতবিরোধ হাতাহাতিতে গড়ায়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2024, 03:58 PM
Updated : 29 Jan 2024, 03:58 PM

মালদ্বীপের পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলীয় এমপিদের মধ্যে মারামারিতে নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছে।

রোববার মন্ত্রিসভায় নতুন চার মন্ত্রীর অনুমোদন নিয়ে দুইপক্ষের এমপিদের মতবিরোধ হাতাহাতিতে গড়ায়। স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এমপিদেরকে একে অপরকে কিল-ঘুষি লাথি মারতে দেখা যায়।

স্পিকারের বক্তব্য বিঘ্নিত করতে একজন এমপিকে হর্নও বাজাতে দেখা গেছে।

‘দ্য ইনডিপেনডেন্ট’ পত্রিকা জানায়, মালদ্বীপের নব-নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর মন্ত্রিসভায় তারই নিয়োগ দেওয়া চার নতুন সদস্যের সংসদীয় অনুমোদন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্র্যাটিক পার্টি (এমডিপি)।

এরপরই শুরু হয় হট্টগোল। ক্ষমতাসীন পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) এবং মালদ্বীপ প্রগ্রেসিভ পার্টির (পিপিএম) সদস্যরা এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। এতে পার্লামেন্টের অধিবেশন বাধাগ্রস্ত হয়।

ভিডিওতে দেখা গেছে, আবদুল্লাহ শাহীম আবদুল হাকিম নামের এক এমপি ঘুষি মেরে আরেক এমপি আহমেদ ইসাকে মাটিতে ফেলে দেন। এরপর দুই এমপির হাতাহাতিতে একপর্যায়ে পড়ে গিয়ে আবদুল হাকিম মাথায় আঘাত পান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রোববারেই সংবাদ সম্মেলনে এমডিপি এমন হাতাহাতির ঘটনার সাফাই দিয়ে বলেছে, আবদুল্লাহ শাহীম আবদুল হাকিম আত্মরক্ষার চেষ্টা করেছেন। এমডিপির পার্লামেন্ট সদস্য হিসান হুসাইন বলেন, সরকারপন্থি এমপিরা যা করেছেন, তাতে এমডিপি এমপিদের আত্মরক্ষা করা ছাড়া উপায় ছিল না।

আরেক এমপি হাসান জারির এমডিপি’র একজন এমপির হামলায় আঙুলে আঘাত পান। হট্টগোলের সময় এমপিরা যাতে মাইক্রোফোন হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারেন সে জন্য সেগুলো খুলে ফেলা হয়।

এমপিদের এমন হাতাহাতির ঘটনার পর ক্ষমতাসীন জোটের সদস্য ও সমর্থকরা পার্লামেন্টের বাইরে মন্ত্রীদের অনুমোদন দেওয়ার দাবিতে বিক্ষোভ করে। স্পিকার মোহাম্মদ আসলাম ও ডেপুটি স্পিকার আহমেদ সেলিমের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব এনেছে জোট।

মালদ্বীপে ক্ষমতাসীন জোট সরকার গঠন করলেও পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই। সেখানে এখনও নিয়ন্ত্রণ রয়েছে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম সোলির দল এমডিপির।