‘জরুরি মানবিক যুদ্ধবিরতিতে’ একমত সুদানের সেনাবাহিনী ও আরএসএফ

জাতিসংঘ থেকে অস্থায়ী এই যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2023, 03:51 PM
Updated : 16 April 2023, 03:51 PM

জাতিসংঘের প্রস্তাবে ‘জরুরি মানবিক যুদ্ধবিরতিতে’ একমত হয়ছে সুদানে লড়াইরত আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং দেশটির সেনাবাহিনী।

বিবিসি জানায়, দুইপক্ষ রোববার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত (জিএমটি ১৪:০০ থেকে ১৭:০০ টা) যুদ্ধ বন্ধ রাখতে রাজি হয়েছে।

জতিসংঘ থেকে প্রতিদিন নির্দিষ্ট ওই তিনঘণ্টা যুদ্ধবিরতি পালন করার এই প্রস্তাব দেওয়া হয়। যাতে পরে সমর্থন দেন সুদান সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল বুরহান এবং ‍আরএসএফ-র প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালু।

Also Read: ৩ কর্মী নিহত, সুদানে কার্যক্রম স্থগিত করেছে ডব্লিউএফপি

Also Read: সুদানে আধাসামরিক বাহিনী-সেনাবাহিনী ক্ষমতার লড়াইয়ে নিহত ৫৬

যাকে স্বাগত জানিয়ে সুদানে জাতিসংঘের প্রতিনিধি ভলকার পার্থেজ বলেন, ওই চুক্তিতে সম্মান জানাতে উভয় পক্ষকে দায়িত্বশীল হতে হবে।

এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘‘যদি বিদ্রোহী বাহিনী ওই চুক্তির কোনো ধরণের লঙ্ঘন করে তবে তার প্রতিক্রিয়া দেখানোর অধিকার তারা রাখবে।”