নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে এক ব্রিফিংয়ে ট্রুডো অভিযোগের পুনরাবৃত্তি করেন।
Published : 19 Jan 2024, 03:02 PM
শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে আবারও ভারতের বিরুদ্ধে অভিযোগের পুনরাবৃত্তি করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তিনি বলেছেন, ভারতীয় এজেন্টরা নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত থাকেত পারেন, একথা বিশ্বাস করার কারণ রয়েছে।
এর আগে গত মঙ্গলবার ট্রুডো ভারতের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছিলেন। ভারত সেই অভিযোগ প্রত্যাখ্যান করে। তারপর কানাডীয়দের ভারতের ভিসা দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এর মধ্যেই নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে এক ব্রিফিংয়ে ট্রুডো অভিযোগের পুনরাবৃত্তি করলেন।
তিনি বলেন, “আমি গত সোমবার যা বলেছি, ভারত সরকারের এজেন্টরা কানাডার মাটিতে কানাডার নাগরিককে হত্যায় জড়িত থাকতে পারে- একথা বিশ্বাস করার পেছনে বিশ্বাসযোগ্য কিছু কারণ আছে।
“আইনের শাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম-শৃঙ্খলা ভিত্তিক যে নীতিমালায় আমরা বিশ্বাস করি, আমাদের দেশ এর মাধ্যমে তার পক্ষেই দাঁড়িয়েছে,” বলেন ট্রুডো।
গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় খুন হন হরদীপ সিং নিজ্জার। ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ করার পর দুই দেশই পাল্টপাল্টি কূটনীতিক বহিষ্কারের পাশাপাশি আরও নানা পদক্ষেপ নেয়। সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)