শিগগির শস্য চুক্তি সচল হবে: আশাবাদ এরদোয়ানের

ইউক্রেইনে আগ্রাসনের শুরুতেই কৃষ্ণ সাগরে দেশটির সমুদ্র বন্দরগুলোর দখল নেয় রাশিয়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2024, 10:51 AM
Updated : 11 Feb 2024, 10:51 AM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে শিগগির কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেইনের শস্য রপ্তানি চুক্তি কার্যকর হবে বলে আশা তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ানের।

জুলাইয়ে বাতিল হয়ে যাওয়া চুক্তি আবার কার্যকর হলে বিশ্ববাজারে আবারও খাদ্যশস্যের যোগান বাড়বে। এতে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে খানিকটা হলেও লাগাম পরানো সম্ভব হবে। গত জুলাই মাসে এই চুক্তি প্রত্যাহার করে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেইনের সঙ্গে সঙ্গে রাশিয়া থেকেও খাদ্যশস্য এবং সার রপ্তানির প্রতিবন্ধকতা দূর করতে হবে।

ইউক্রেইনে আগ্রাসনের শুরুতেই কৃষ্ণ সাগরে দেশটির সমুদ্র বন্দরগুলোর দখল নেয় রাশিয়া। ফলে ইউক্রেইন থেকে শস্য রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এর প্রভাবে বিশ্ববাজারে হু হু করে বেড়ে যায় খাদ্যদ্রব্যের দাম। অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার শস্য রপ্তানিও অনেকাংশে হ্রাস পায়।

বিশ্বের শীর্ষ শস্য রপ্তানিকারক দেশের অন্যতম রাশিয়া ও ইউক্রেইন। এ অবস্থায় তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় দেশ দুটির মধ্যে গত বছর কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি বিষয়ক একটি চুক্তি সই হয়। ওই চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এরদোয়ান।

এবারও তার উদ্যোগেই খানিকটা আশার আলো দেখা গেছে। সোমবার সোচিতে পুতিনের সঙ্গে বৈঠক শেষ এরদোয়ান বলেন, “তুর্কি হিসেবে, আমরা বিশ্বাস করি যে আমরা একটি সমাধানে পৌঁছাতে পারব, যা অল্প সময়ের মধ্যে প্রত্যাশা পূরণ করবে।” সূত্র: রয়টার্স

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)