উত্তর কোরিয়ার যত ক্ষেপণাস্ত্র

দেশটি ২০২২ সালে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2024, 03:21 AM
Updated : 7 Feb 2024, 03:21 AM

গত কয়েক বছরে উত্তর কোরিয়া ব্যালেস্টিক, ক্রুজ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে নিয়মিত খবরের শিরোনাম হয়েছে।

তাদের ক্ষেপণাস্ত্রগুলো শব্দের গতিতে ছুটতে পারে। এমনকি নিচু দিয়ে উড়ে গিয়ে প্রতিপক্ষের আকাশ সুরক্ষা ব্যবস্থা ও রাডারকে ফাঁকি দিতেও সক্ষম। 

গত এপ্রিলে উত্তর কোরিয়া তাদের হোয়াসং-১৮ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। যেটিকে তারা ‘সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র’ বলে উল্লেখ করেছে।

এটি ১৫ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সিএসআইএস মিসাইল ডিফেন্স প্রজেক্ট।

গত জুলাই মাসে উত্তর কোরিয়া দ্বিতীয়বার হোয়াসং-১৮ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যেটি ৭৪ মিনিটে আকাশ ফুঁড়ে ৬ হাজার ৬০০ কিলোমিটার পর্যন্ত উড়ে গেছে বলে দাবি করে দেশটি।

২০২২ সালের নভেম্বরে উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছিল জাপান সরকার। উত্তর কোরিয়া ওই বছর রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

উত্তর কোরিয়ার হাতে যে সব ক্ষেপণাস্ত্র আছে সেগুলোর মধ্যে নোডং দেড় হাজার কিলোমিটার, পুকগুকসং-৩ এক হাজার ৯০০ কিলোমিটার, পুকগুকসং-২ প্রায় দুই হাজার কিলোমিটার, সুসুদান চার হাজার কিলোমিটার, হোয়াসং-১২ সাড়ে চার হাজার কিলোমিটার, হোয়াসং-১৪ প্রায় ১০ হাজার ৪০০ কিলোমিটার, হোয়াসং-১৫ প্রায় ১৩ হাজার কিলোমিটার, হোয়াসং-১৭ যেতে পারে ১৫ হাজারের বেশি এবং হোয়াসং-১৮ ১৫ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সূত্র: বিবিসি

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)