ভারতে ঐতিহাসিক সফরে ঋষি সুনাক

ঋষি সুনাকের সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ককে কাজে লাগিয়ে দেশটির সঙ্গে ব্যবসায়িকসহ আরও কিছু চুক্তি করার চেষ্টায় আছে যুক্তরাজ্য।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2024, 03:28 AM
Updated : 11 Feb 2024, 03:28 AM

জি২০ সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাকের অন্য দেশের প্রধানমন্ত্রী হয়ে পূর্বপুরুষের দেশে সফরে যাওয়ার এমন ঘটনা ভারতের ইতিহাসে এই প্রথম।

সুনাক তার স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে ভারতে গেছেন। অক্ষতার জন্ম ভারতে এবং সেখানেই তিনি বেড়ে উঠেছেন। ভারতের সফটওয়্যার বিলিওনেয়ার নারায়ণ মূর্তির মেয়ে তিনি।

সফর গিয়ে ঋষি সুনাক বলেছেন, “ভারতে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। এ দেশ আমার খুব কাছের এবং প্রিয়।”

তিনি বলেন, “এ এক বিশেষ সফর বৈকি। কোথাও কোথাও আমাকে ভারতের জামাই বলে সম্বোধন করা হয়েছে। আশা করি স্নেহের জায়গা থেকেই সেটি বলা হয়েছে।”

ঋষি সুনাকের সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ককে কাজে লাগিয়ে দেশটির সঙ্গে ব্যবসায়িকসহ আরও কিছু চুক্তি করার চেষ্টায় আছে যুক্তরাজ্য। জি২০ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুনাকের দ্বিপক্ষীয় বৈঠক করার কথা আছে।

সংবাদসূত্র: এনডিটিভি

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)