‘ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা দুই নেতার ফোনালাপের বিষয়টি নিয়ে প্রথম খবর প্রকাশের পর তা সবৈর্ব মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
Published : 11 Nov 2024, 09:27 PM
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপ হওয়া নিয়ে সোমবার যে খবর এসেছে তা ‘পুরোপুরি গালগল্প’ বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন।
রোববার নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা রয়টার্সকে জানান, গত কিছুদিনের মধ্যেই ট্রাম্প ও পুতিন কথা বলেছেন। এই আলাপে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেইন যুদ্ধ আর না বাড়ানো পরামর্শ দিয়েছেন বলে জানান এই কর্মকর্তা।
‘ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা দুই নেতার এই ফোনালাপের বিষয়টি নিয়ে প্রথম খবর প্রকাশ করে। এরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সবাইকে অবাক করে দিয়ে জানালেন, ট্রাম্পের সঙ্গে পুতিনের এমন কোনও ফোনকলই হয়নি।
সাংবাদিকদেরকে তিনি বলেন, “এ খবর সবৈর্ব মিথ্যা। এটি পুরোপুরি গালগল্প। মিথ্যা তথ্য ছাড়া আর কিছুই না। কোনও আলাপ হয়নি।”
পেসকভ আরও বলেন, “এখন যেসব তথ্য প্রকাশ হচ্ছে তার মান কেমন এ থেকেই তার প্রমাণ পাওয়া যায়। এমনকি কখনও কখনও স্বনামধন্য প্রকাশনাতেও এমন মিথ্যা তথ্য প্রকাশ হচ্ছে।”
ট্রাম্পের সঙ্গে পুতিনের যোগাযোগের কোনও পরিকল্পনা ছিল কি না জানতে চাইলে পেসকভ বলেন, “এখনও কোনও বাস্তবিক পরিকল্পনা নেই।”
ট্রাম্প ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে বুধবার কথা বলেছেন। তবে ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনের বিষয়ে তাদের আগাম কিছু জানানো হয়নি।
প্রথম ওয়াশিংটন পোস্টে খবর হওয়া ট্রাম্প-পুতিন ফোন কলের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টেভেন চন বলেছিলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্য বিশ্ব নেতাদের মধ্যে ব্যক্তিগত কলের বিষয়ে আমরা মন্তব্য করি না।”
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে থাকা রাশিয়ার দূতাবাসও এ বিষয়ে মন্তব্যের জন্য জানানো রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।