পার্লামেন্ট অধিবেশনের সূচনায় থাকছেন না রানি দ্বিতীয় এলিজাবেথ

যুক্তরাজ্যের পার্লামেন্টে এ বছরের স্টেট ওপেনিং অনুষ্ঠানে যাচ্ছেন না রানি দ্বিতীয় এলিজাবেথ, পার্লামেন্টের সূচনা ভাষণও তিনি এবার পড়বেন না বলে বাকিংহাম প্রাসাদ জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2022, 06:05 AM
Updated : 10 May 2022, 06:05 AM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ১৯৬৩ সালের পর এই প্রথম পার্লামেন্টের উদ্বোধনী ভাষণে অনুপস্থিত থাকবেন রানি। ১৯৫২ সালে সিংহাসনে বসার পর ১৯৫৯ ও ১৯৬৩ সালে দুবার তিনি এই ভাষণ দেননি।

মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন শুরুর দিনে রানির ভাষণ পড়বেন প্রিন্স চার্লস।

৯৬ বছর বয়সী দ্বিতীয় এলিজাবেথ তার শারীরিক দুর্বলতার কারণে সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল করেছেন।

সোমবার পর্যন্ত বাকিংহাম প্রাসাদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছিল, পার্লামেন্টের অনুষ্ঠানে রানি উপস্থিত থাকতে পারবেন। কিন্তু সোমবার নিশ্চিত করা হয়, ওয়েস্টমিনস্টারের ওই অনুষ্ঠানে তিনি থাকতে পারছেন না।

এক বিবৃতিতে জানানো হয়, রানির চিকিৎসকের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রানির পক্ষে পার্লামেন্ট অধিবেশন শুরুর ঘোষণা দেওয়ার জন্য প্রিন্স চার্লস ও তার ছেলে প্রিন্স উইলিয়ামকে যৌথভাবে কর্তৃত্ব দেওয়া হয়েছে।

এর আগে ইস্টারের অনুষ্ঠানসহ বেশ কয়েকটি আয়োজনে উপস্থিতি বাতিল করেন রানি। এ বছর রাজকীয় বাগানে আতিথেয়তাও করছেন না তিনি।

রানি দ্বিতীয় এলিজাবেথকে রাজপ্রাসাদের বাইরে সর্বশেষ জনম্মুখে দেখা গিয়েছিল এ বছরের মার্চে প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের থ্যাংকসগিভিং প্রার্থনায়।