টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলছে নিউ জিল্যান্ড

নিউ জিল্যান্ড আগামী বছর থেকে সীমান্ত আবার খুলে দেওয়া এবং বিদেশ থেকে আগতদের ঢুকতে দেওয়ার পরিকল্পনা জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2021, 11:53 AM
Updated : 24 Nov 2021, 11:53 AM

বিবিসি জানায়, ৩০ এপ্রিল থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া ভ্রমণকারীরা নিউ জিল্যান্ডে ঢুকতে পারবেন এবং সেদেশে পৌঁছানোর পর তাদেরকে ৭ দিন সেলফ আইসোলেশনে থাকতে হবে এবং কোভিড পরীক্ষা করতে হবে।

তাছাড়া, বিদেশে থাকা নিউ জিল্যান্ডের আরও নাগরিককে আগামী বছর থেকে দেশ ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

এর মধ্য দিয়ে মহামারী শুরুর সময় থেকে নিউ জিল্যান্ড সীমান্ত বন্ধ থাকার কারণে আটকে পড়া বহু নাগরিক এবং পর্যটকের ওপর থেকে কড়াকড়ি শিথিল হবে।

নতুন নিয়মে সীমান্ত পুনরায় খোলার প্রথম পর্যায়ে পূর্ণ ডোজ টিকা নেওয়া নিউজিল্যান্ডের নাগরিক এবং ভিসাধারী যারা অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন, তাদেরকে ১৬ জানুয়ারি থেকে দেশে ফিরতে দেওয়া হবে।

তাছাড়া, অন্যান্য দেশগুলোতে বাস করা নিউ জিল্যান্ডের নাগরিকদেরকে ১৩ ফেব্রুয়ারি থেকে দেশে ঢুকতে দেওয়া হবে। আর শেষ পর্যায়ে ৩০ এপ্রিল থেকে নিউ জিল্যান্ডে ঢুকতে দেওয়া হবে বিদেশি ভ্রমণকারীদের।