কোভিড-১৯:  রাশিয়ায় টানা পঞ্চম দিনের মতো রেকর্ড মৃত্যু

রাশিয়ায় কোভিড-১৯ মহামারীতে টানা পঞ্চম দিনের মতো রেকর্ড সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2021, 11:27 AM
Updated : 23 Oct 2021, 11:27 AM

শনিবার ১০৭৫ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।   এ দিন রেকর্ড সংখ্যক ৩৭ হাজার ৬৭৮ জন নতুন রোগীও শনাক্ত হয়েছে।

পরিস্থিতি সামলাতে কর্তৃপক্ষ দেশব্যাপী কর্মস্থলগুলো বন্ধ রাখার এবং রাজধানী মস্কোতে লকডাউন দেওয়ার পরিকল্পনা করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

কোভিড-১৯ এর বিরুদ্ধে বিশ্বের প্রথম টিকাগুলোর একটি উৎপাদন করা সত্ত্বেও রাশিয়া তার জনসংখ্যার মাত্র প্রায় এক  তৃতীয়াংশকে  টিকা দিতে পেরেছে। ইউরোপের মধ্যে এটি অন্যতম সর্বনিম্ন হার।

চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশব্যাপী কর্মস্থল বন্ধ রাখার ও ২৮ অক্টোবর থেকে রাজধানী মস্কোতে আংশিক লকডাউন জারি করার অনুমোদন দিয়েছেন। এ সময় শুধু ওষুধ ও সুপারমার্কেটের মতো জরুরি দোকান খোলা থাকবে বলে জানা গেছে।

রাশিয়ায় শনাক্ত করোনাভাইরাস রোগীর মোট সংখ্যা ৮০ লাখ ৪১ হাজার ৫৮১ জন আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ২৪ হাজার ৩৬৯ জনের। আক্রান্তের সংখ্যায় বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে আছে দেশটি। মৃত্যুর সংখ্যায় ইউরোপের দেশগুলোর মধ্যে শীর্ষে আছে।