সুদানে অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ

উত্তর আফ্রিকার দেশ সুদানের কর্তৃপক্ষ অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দেশটির ক্ষমতাসীন কাউন্সিলের এক সদস্য একথা জানিয়েছেন।

>>রয়টার্স
Published : 21 Sept 2021, 04:04 PM
Updated : 21 Sept 2021, 04:04 PM

সোমবারের ওই অভ্যুত্থানচেষ্টায় জড়িত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু হতে চলেছে এবং সেনাবাহিনী এ ব্যাপারে জলদিই একটি বিবৃতি দেবে বলে জানিয়েছেন মুখপাত্র মোহাম্মদ আল ফাকি সুলাইমান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা মঙ্গলবার বলেন, ষড়যন্ত্রকারীরা রাজধানী লাগোয়া রাওমডারমান নগরীর রাষ্ট্রীয় বেতার দখল করার চেষ্টা করেছিল। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে।

“এই অভ্যুত্থানচেষ্টায় গুটিকয়েক মানুষ জড়িত ছিলেন। তাদের নিয়ন্ত্রণ আনতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে”, বলেন তিনি।

এক প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার সকালের দিকে সেনাবাহিনী রাজধানী খার্তুমের সঙ্গে ওমডারমানের সংযোগ সেতু বন্ধ করে দিতে ট্যাংক ব্যবহার করে।

সুদানে ২০১৯ সালের এপ্রিলে তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর নড়বড়ে এক ক্ষমতা ভাগাভাগি চুক্তির আওতায় শাসন পরিচালনা হয়ে আসছে।