কোভিড: যুক্তরাষ্ট্রে দৈনিক শনাক্ত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ

শনাক্ত কোভিড রোগী ও মৃত্যুতে বিশ্বের দেশগুলোর মধ্যে সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে সংক্রমণের নতুন ঊর্ধ্বগতি দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্বেগ বাড়াচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 12:18 PM
Updated : 5 August 2021, 12:18 PM

বুধবার দেশটিতে ছয় মাসের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক হিসাবে উঠে এসেছে।

দেশে দেশে শনাক্ত কোভিড রোগী ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডোমিটার বুধবার যুক্তরাষ্ট্রে ১ লাখ ১২ হাজার ২৭৯ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে।

এর আগে দেশটিতে ৫ ফেব্রুয়ারি এক লাখ ৩১ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল। সেসময় সংক্রমণের হার ছিল নিম্নমুখী। এখন উল্টো। 

রয়টার্সের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ৭ দিনে গড়ে প্রতিদিন ৯৪ হাজার ৮১৯ রোগী শনাক্ত হয়েছে। এক মাসের আগের তুলনায় এই হার ৫ গুণ বেশি।

দেশটির কিছু কিছু রাজ্য এখন প্রতি সপ্তাহে এক বা দুইবার শনাক্ত রোগীর সংখ্যা জানানোয় সংক্রমণ পরিস্থিতি জানতে ৭ দিনের গড় হিসাবই সবচেয়ে বেশি কার্যকর।

মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বুধবার বলেছেন, এখন সংক্রমণের যে হার, তাতে আসছে সপ্তাহগুলোতে প্রতিদিন ২ লাখের বেশি রোগীর দেখা মিলতে পারে।

তিনি সবাইকে যত দ্রুত সম্ভব টিকা নিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন যত কোভিড রোগী পাওয়া যাচ্ছে তার ৮৩ শতাংশের দেহেই ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ধরনের উপস্থিতি মিলছে।

দেশটির যেসব এলাকার মানুষ তুলনামূলক কম টিকা নিচ্ছে, সেসব এলাকায় ডেল্টা ধরনের তাণ্ডব চলছে।

যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে টিকাদানের হার বেশি হলেও কোথাও কোথাও টিকা নিতে অনীহাও দেখা যাচ্ছে।

ভারমন্টের বাসিন্দাদের ৭৬ শতাংশ এরই মধ্যে টিকার প্রথম ডোজ নিয়ে নিলেও মিসিসিপির মতো কোনো কোনো রাজ্যে এই হার ৪০ শতাংশেরও কম বলে জানিয়েছে রয়টার্স।

ডেমোক্র্যাটদের তুলনায় রিপাবলিকান অধ্যুষিত এলাকাগুলোতে টিকাদানের হার কম বলে বিভিন্ন জনমত জরিপে উঠে এসেছে।

গুরুতর রোগীদের প্রায় ৯৭ শতাংশই ‍টিকা না নেওয়া, জানিয়েছে হোয়াইট হাউসের কোভিড-১৯ রেসপন্স টিম।

কেবল শনাক্ত রোগীই নয়, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রে কোভিডে মৃত্যু সংখ্যাও বাড়ছে।

দেশটিতে এখন প্রতিদিন গড়ে করোনাভাইরাসে ৩৭৭ জনের মৃত্যু হচ্ছে, যা আগের সপ্তাহের তুলনায় ৩৩ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় যে রাজ্যগুলোতে টিকা নেওয়ার হার কম, সেসব রাজ্যেই এখন সবচেয়ে বেশি রোগী মিলছে, সেখানকার হাসপাতালগুলোতেও বাড়ছে ভিড়।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ফ্লোরিডা ও টেক্সাসের রিপাবলিকান নেতাদের মহামারী মোকাবেলার নির্দেশনা মেনে চলতে না হলে ‘পথ থেকে সরে দাঁড়াতে’ অনুরোধ করেছেন।