চীনে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৩০২, নিখোঁজ ৫০

চীনের হেনান প্রদেশে হাজার বছরের সবচেয়ে ভয়াবহ বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩০২ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা একথা নিশ্চিত করে জানিয়েছেন। নিখোঁজ রয়েছে আরও প্রায় ৫০ জন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2021, 01:12 PM
Updated : 2 August 2021, 01:12 PM

জুলাই মাসের শেষের দিকে হেনান প্রদেশ ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়। এতে ১ কোটি ৩০ লাখ মানুষ এবং ৯ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রাদেশিক রাজধানী ঝেংঝৌ ছিল এই বন্যার উপকেন্দ্র। বন্যায় ঝেংঝৌ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ‍বেশিরভাগ মৃত্যুও ঘটেছে এখানেই। ঝেংঝৌয়ের ভূগর্ভস্থ রেল লাইনগুলো পানিতে তলিয়ে যায়। বুক সমান পানিতে ভেসে যায় কমিউটার ট্রেন।

সোমবার বন্যায় মৃতের সংখ্যা এক সংবাদ সম্মেলনে তুলে ধরেন ঝেংঝৌয়ের মেয়র হো হং। তিনি বলেন, অন্তত ৩৯ জন মারা গেছেন ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ের স্থানে। এছাড়া, নগরীর পাতাল রেল পানিতে তলিয়ে গিয়ে মারা গেছে আরও ১৪ জন।

গত মাসে স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ট্রেনের বগির ছবিতে দেখা গেছে, লোকজন কোনওভাবে পানি থেকে মাথা ওপরে তুলে রেখেছে।

প্রদেশের কয়েকটি বাঁধ এবং জলাধারের পানি বিপদসীমা অতিক্রম করে উপচে পড়েছে। কূল ছাপিয়ে যাওয়া নদীগুলো গতিপথে ফেরানোর জন্য মোতায়েন করা হয়েছে সেনা।

এ পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং “জীবন এবং সম্পদের গুরুতর ক্ষয়ক্ষতির” ব্যাপারে মানুষজনকে সতর্ক করে দিয়েছেন।