শিশুদের বদলে কোভ্যাক্সকে টিকা দিন: ধনী দেশগুলোকে ডব্লিউএইচও

ধনী দেশগুলো শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার যে পরিকল্পনা করছে তা পুনর্বিবেচনা করে সেসব ডোজ দরিদ্র দেশগুলোতে টিকা পৌঁছে দিতে নেওয়া উদ্যোগ কোভ্যাক্সে দান করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2021, 03:39 PM
Updated : 14 May 2021, 03:39 PM

শুক্রবার সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এ আহ্বান জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ ১২ থেকে ১৫ বছর বয়সীদের দেহে ফাইজারের টিকা প্রয়োগে অনুমোদন দিয়েছে। দেশটিতে ১৬ বা তার বেশি বয়সীরা গত বছরের ডিসেম্বর থেকেই ফাইজার-বায়োএনটেকের এ কোভিড ভ্যাকসিন পাচ্ছিলেন।

ডব্লিউএইচও’র মহাপরিচালক শুক্রবার বলেছেন, মহামারীর দ্বিতীয় বছর প্রথম বছরের তুলনায় বেশি প্রাণঘাতী হতে যাচ্ছে। ভারতের কোভিড পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগের কথাও জানিয়েছেন তিনি। 

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রত্যন্ত অঞ্চলে সংক্রমণের ব্যাপকতা নিয়ে সতর্ক করেছেন। এখন পর্যন্ত দেশটিতে সরকারি হিসাবেই কোভিড রোগী শনাক্ত হয়েছে দুই কোটি ৪০ লাখের বেশি; মৃত্যু ছাড়িয়েছে দুই লাখ ৬২ হাজার।