মালয়েশিয়ায় নির্ধারিত সময়ের আগেই টিকাদান শুরু হচ্ছে
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2021 04:21 PM BdST Updated: 21 Feb 2021 04:21 PM BdST
করোনাভাইরাস টিকার প্রথম ব্যাচের চালান চলে আসায় নির্ধারিত সময়ের দুই দিন আগেই টিকাদান কর্মসূচী শুরু করবে মালয়েশিয়া।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে আগামী শুক্রবার থেকে টিকাদান কর্মসূচী শুরু হওয়ার কথা ছিল, কিন্তু রোববার টিকার প্রথম চালানা চলে আসায় এখন বুধবার থেকে এ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক বছরের মধ্যে দেশের তিন কোটি ২০ লাখ লোকের অন্তত ৮০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ নিয়েছে মালয়েশিয়া
করোনাভাইরাসজনিত বিধিনিষেধের কারণে মালয়েশিয়ার অর্থনীতি ২০২০ সালে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে গুরুতর মন্দার রেকর্ড করেছে। দেশটির সরকার অর্থনীতি আবার পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ শুরু হওয়ার পর চলতি বছর আরও লকডাউন জারি করেছে মালয়েশিয়া। মহামারী শুরু হওয়ার পর থেকে দেশটি দুই লাখ ৮০ হাজার ২৭২টি সংক্রমণের ঘটনা এবং এক হাজার ৫১ জনের মৃত্যু তালিকাভুক্ত করেছে।
রোববার স্থানীয় সময় সকালে দেশটিতে ফাইজার-বায়োএনটেকের টিকার মোট তিন লাখ ১২ হাজার ৩৯০টি ডোজ পৌঁছেছে। আসছে সপ্তাহগুলোতে আরও টিকা এসে পৌঁছবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মলনে দেশটির বিজ্ঞানমন্ত্রী খাইরি জামালউদ্দিন বলেছেন, “২৬ ফেব্রুয়ারি পরবর্তী চালান পাঠানো হবে, এরপর থেকে প্রতি দুই সপ্তাহ পর পর আমরা (ফাইজারের) চালান গ্রহণ করতে থাকবো, সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এভাবেই চলবে।”
ফাইজার-বায়োএনটেক থেকে তিন কোটি ২০ লাখ ডোজ টিকা নিচ্ছে মালয়েশিয়া।
চীনের সিনোভ্যাক বায়োটেকের টিকার প্রথম চালান সূচী অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি পৌঁছার কথা রয়েছে। টিকাটি দেশটির ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদনের অপেক্ষায় আছে বলে খাইরি জানিয়েছেন।
পূর্ব নির্ধারিত সময়ের আগেই বুধবার জাতীয় টিকাদান কর্মসূচী শুরু হচ্ছে এবং প্রধানমন্ত্রী মুহিইদ্দিন ইয়াসিন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নুর হিশাম আব্দুল্লাহ প্রথম টিকা নেবেন বলে খাইরি জানিয়েছেন।
-
চীনে গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে ‘পূর্ণ সফলতার’ দাবি শিয়ের
-
মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে আরও প্রতিবাদের পরিকল্পনা
-
ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ধসে ৩ মৃত্যু, নিখোঁজ ৫
-
ভারতে কোভিড পরিস্থিতি কী আবার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে?
-
কোভ্যাক্সের টিকা প্রথম পেল ঘানা
-
আদালতে হারলেও ‘পদত্যাগ করছেন না’ নেপালের প্রধানমন্ত্রী
-
একুয়েডরে কারাগারে সংঘর্ষে ৭৫ কয়েদী নিহত
-
মিয়ানমার: সঙ্কট কাটাতে কূটনৈতিক উদ্যোগের চেষ্টা ইন্দোনেশিয়ার
সর্বাধিক পঠিত
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে সাত কলেজে
- ‘ইউনিভার্স বস’ এখন ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’