বাইডেনের প্রেস টিমের গুরুত্বপূর্ণ সব পদে নারীরা

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রেস টিমের ঊর্ধ্বতন সব পদে নারীদের নিয়োগ দিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2020, 08:42 AM
Updated : 30 Nov 2020, 09:53 AM

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের পদক্ষেপ এটিই প্রথম বলে দাবি করেছে বাইডেনের দপ্তর, জানিয়েছে বিবিসি।

বাইডেনের প্রচার শিবিরের তথ্য বিষয়ক সাবেক উপপরিচালক কেইট বেডিংফিল্ড এই প্রেস টিমের নেতৃত্বে থাকবেন। প্রেসিডেন্ট বারাক ওবামার সময় হোয়াইট হাউসের তথ্য পরিচালকের দায়িত্বে থাকা জেন সাকি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন তথ্য সচিব।

নানাবিধ লোকের সমন্বয়ে পুরো দেশকে প্রতিফলিত করার মতো একটি প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, “আজ প্রথম পুরোপুরি নারীদের নিয়ে গঠিত হোয়াইট হাউসের যোগাযোগ টিমের ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।

“যোগ্য, অভিজ্ঞ এই যোগাযোগকারীরা তাদের কাজে বিভিন্ন দৃষ্টিভঙ্গীর প্রয়োগ ঘটাবেন এবং দেশকে ফের ভালো করে গড়ে তুলতে একই প্রতিশ্রুতির অধীনে কাজ করবেন।”

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শীর্ষ দুই তথ্য উপদেষ্টা হচ্ছেন সিমন স্যান্ডার্স ও অ্যাশলি এতিয়েন।

মন্ত্রিসভার অংশ না হওয়ায় হোয়াইট হাউসের প্রেস দপ্তরে নিয়োগের জন্য সেনেটের অনুমোদন লাগে না।

সোমবার থেকে বাইডেন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত গোপনীয় দৈনিক ব্রিফিং পাওয়া শুরু করবেন। ট্রাম্প প্রশাসন এই ব্রিফিংয়ের বিষয়টি কয়েক সপ্তাহ ধরে আটকে রেখেছিল। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, এক সপ্তাহ আগের এমন ঘোষণাতেই বিষয়টি সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করবেন ডেমোক্র্যাট জো বাইডেন।