করোনাভাইরাস: ইংল্যান্ডে তিন স্তরের বিধিনিষেধ

যুক্তরাজ্যে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সংক্রমণ ঠেকাতে ইংল্যান্ডে তিন স্তরের লকডাউন বা সতর্কতা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2020, 04:27 PM
Updated : 12 Oct 2020, 05:11 PM

সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এক ভাষণে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি।

জনসন বলেন, মহামারী মোকাবেলায় দেশজুড়ে আরেক দফায় লকডাউন আরোপ করা সঠিক কোনও সমাধান নয়। এর পরিবর্তে নতুন তিন স্তরের লকডাউন ব্যবস্থা চালু করা হবে- এই স্তরগুলো হবে মাঝারি, উচ্চ এবং অতি উচ্চ স্তর।

জনসন জানান, ইংল্যান্ডের বেশিরভাগ এলাকায় মাঝারি মাত্রার সতর্কতা জারি থাকবে। অর্থাৎ, সেখানে এরই মধ্যে যেসব বিধিনিষেধ জারি হয়েছে তা বহাল থাকবে এবং সেইসঙ্গে রাত ১০ টা পর্যন্ত কারফিউ থাকবে।

আর যেসব জায়গায় এরই মধ্যে স্থানীয় পর্যায়ে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াতে নিষেধাজ্ঞা আছে সেসব জায়গা উচ্চ সতর্কতার আওতায় চলে আসবে।

এর আওতায় ঘরোয়া অনুষ্ঠানের পাশাপাশি বাগানেও মানুষের সঙ্গে মানুষের সাক্ষাৎ নিষিদ্ধ থাকবে। তাছাড়া, এসব এলাকায় সব পাব, জিম এবং ক্যাসিনো বন্ধ থাকবে।

অন্যদিকে, লিভারপুল সিটি অঞ্চলে উচ্চ সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছেন জনসন। তবে স্কুল এবং বিশ্ববিদ্যালয় খোলা থাকবে বলেও জানিয়েছেন তিনি।