মোজাম্বিকের গ্রামে জঙ্গি হামলায় নিহত ৫২

মোজাম্বিকের উত্তরাঞ্চলে একটি গ্রামে দুই সপ্তাহ আগে জঙ্গিদের এক হামলায় ৫২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2020, 01:01 PM
Updated : 22 April 2020, 01:01 PM

কাবো দেলগাদো প্রদেশের মুইদুম্বে জেলার জিতাজি গ্রামে ৭ এপ্রিল জঙ্গিরা এ হত্যাযজ্ঞ চালালেও মঙ্গলবারই তা প্রকাশ্যে আসে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশ বলছে, জঙ্গিরা ওই গ্রামের তরুণদের দলে ভেড়াতে চেষ্টা করলে কয়েকজন এর প্রতিবাদ করে; এতে ক্ষিপ্ত হয়েই জঙ্গিরা ৫২ জনকে হত্যা করে।

নিহতদের মধ্যে কয়েকজনের শিরশ্ছেদ করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

“সম্প্রতি জঙ্গিরা তরুণদেরকে তাদের দলে ভেড়ানোর চেষ্টা করলেও তরুণদের মধ্য থেকে অনেকেই এতে বাধা দিয়েছিল। যা জঙ্গিদের ক্রুদ্ধ করেছে, এবং এ কারণেই তারা নির্মম ও পৈশাচিকভাবে এ নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছে,” রাষ্ট্রীয় গণমাধ্যমকে এমনটাই বলেছেন পুলিশের মুখপাত্র অরলান্ডো মুদুমানে।

হামলাটি কারা চালিয়েছে তা স্পষ্ট হওয়া না গেলেও নিজেদের আল-শাবাব নামে পরিচয় দেওয়া একটি গোষ্ঠী ওই এলাকায় বেশ সক্রিয়। গত মাসে তারা সরকারি বাহিনীর কাছ থেকে মোসিম্বোয়া দে প্রায়া শহরের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণও নিয়ে নিয়েছিল।

সোমালিয়াভিত্তিক আল-শাবাবের সঙ্গে মোজাম্বিকের এ জঙ্গিদের যোগসাজশ আছে কিনা বিবিসি তা নিশ্চিত হতে পারেনি।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট সংশ্লিষ্ট ইসলামিক স্টেট সেন্ট্রাল আফ্রিকা প্রভিন্সও (আইএসসিএপি) এর আগে দেশটিতে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছিল।