ইরাকে ২৫০ কেজি ওজনের আইএস ইমাম গ্রেপ্তার

সম্প্রতি মসুল শহর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জাব্বা দ্য জিহাদি’ নামে পরিচিত ইসলামিক স্টেটের (আইএস) স্থূলকায় জঙ্গি ইমামকে গ্রেপ্তার করেছে ইরাকি বাহিনীর সোয়াত টিম।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2020, 06:48 AM
Updated : 19 Jan 2020, 06:48 AM

প্রায় ২৫০ কেজি ওজনের এই ইমামকে গ্রেপ্তার করার পর পুলিশের গাড়িতে ঢোকানো যায়নি, পরে তাকে একটি পিকআপ ট্রাকে করে নিয়ে যায় সোয়াত টিম; জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।

ধরা পড়া মুফতি আবু আবদুল বারি ‘নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক বয়ান’ দেওয়ার কারণে পরিচিত ছিলেন এবং তিনি ‘আইএস দলের’ একজন গুরুত্বপূর্ণ নেতা বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরাকি বাহিনী।

আইএসের প্রতি আনুগত্য জানাতে অস্বীকার করা মুসলিম ইমামদের হত্যা করার জন্য বারি ‘ফতোয়া’ দিতেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।