ইন্দোনেশিয়ায় বন্যায় ৯ জনের মৃত্যু

নতুন বছরের প্রথম দিনেই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং কাছের শহরগুলোতে আকস্মিক বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

>>রয়টার্স
Published : 1 Jan 2020, 03:04 PM
Updated : 1 Jan 2020, 03:04 PM

এলাকা ছেড়ে চলে যেতে মানুষ বাধ্য হচ্ছে বলে বুধবার জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিন বিকাল ৪ টা নাগাদ জাকার্তায় বাস্তুচ্যুত হয়েছে ১৯,০৭৯ মানুষ। তারা সাময়িক আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছে। নগরীর গভর্নর আনিস বাসয়েদান এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

তিনি বলেন, “জাকার্তায় বৃষ্টি থেমেছে। এখন আমরা পানি কমার জন্য অপেক্ষায় আছি।”

ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবেলা সংস্থা বলেছে, বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং বৃষ্টির কারণে জাকার্তাসহ আশেপাশের শহরগুলোতে ভূমিধস সৃষ্টি হয়েছে। বেশিরভাগই হাইপোথারমিয়ায় মারা গেছে এবং একজন মারা গেছে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।

টিভি ফুটেজে দেখা গেছে, গাড়ি পানিতে ডুবে আছে এবং মানুষজন পানি ঠেলে চলাফেরা করছে। দুর্যোগের কারণে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বিদ্যুৎ সেবা কর্তপক্ষ জাকার্তার শত শত জেলায় বৈদ্যুতিক লাইন বন্ধ রেখেছে বলে জানিয়েছে।