নাইজেরিয়ায় ১১ খ্রিস্টান জিম্মিকে হত্যা করল আইএস

নাইজেরিয়ায় ১১ খ্রিস্টান জিম্মি হত্যার ভিডিও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2019, 01:24 PM
Updated : 27 Dec 2019, 05:41 PM

সিরিয়ায় অক্টোবরে আইএস নেতা বাগদাদি নিহতের পর জঙ্গি গোষ্ঠীটি এর বদলা নেওয়ার যে হুমকি দিয়েছিল তার অংশ হিসাবেই এ জিম্মিদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক স্টেট।

বিবিসি জানায়, হত্যার শিকার যারা হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আইএস। তবে নাইহেজরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নিও রাজ্যে এই জিম্মিদেরকে গত সপ্তাহে কব্জায় নেওয়া হয় বলে তারা জানিয়েছে।

জঙ্গি গোষ্ঠীটির বার্তা সংস্থা ‘আমাক’ জিম্মি হত্যার ৫৬ সেকেন্ডের ওই ভিডিও তৈরি করেছে। ভিডিওটি ২৬ ডিসেম্বর প্রকাশ করা হয়। বড়দিনের উৎসবের সময়ই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মত বিশ্লেষকদের।

ভিডিওতে ১০ জনের শিরশ্ছেদ করতে এবং মাঝখানের একজন জিম্মিকে গুলি করে মারতে দেখা গেছে।

গত অক্টোবরে আইএস নেতা আবু বকর আল বাগদাদি এবং তার মুখপাত্র আবুল-হাসান আল মুহাজির নিহত হয়।

এর ঠিক ২ মাস পর ২২ ডিসেম্বরে তাদের মৃত্যুর বদলা নিতে নতুন জিহাদি অভিযান শুরুর ঘোষণা দেয় আইএস। তখন থেকেই জঙ্গি গোষ্ঠীটি বহু দেশে এ অভিযানের নামে অনেক হামলা চালিয়েছে।

নাইজেরিয়ার ইসলামিক গোষ্ঠী বোকো হারামের একটি শাখাও এখন ‘ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স’ (ইসওয়াপ) এর ব্যানারে লড়াই চালিয়ে যাচ্ছে।