গুহায় মিলল ৪৪ হাজার বছরের পুরোনো চিত্রকর্ম

 ইন্দোনেশিয়ায় গুহায় আঁকা ৪৪ হাজার বছরের পুরোনো দেয়াল চিত্রকর্ম পাওয়া গেছে। এটি বিশ্বের প্রাচীনতম ‘গুহা চিত্রকর্ম’ বলেই ধারণা করছেন গবেষকরা।

>>রয়টার্স
Published : 12 Dec 2019, 02:51 PM
Updated : 12 Dec 2019, 02:52 PM

চিত্রটি একটি মহিষের। ছবিটি দেখে মনে হচ্ছে বল্লম এবং দড়ি দিয়ে মহিষটি শিকার করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্বিকরা এ চিত্রকর্মটি ন্যাচার জারনালে প্রকাশ করেছেন।

ইন্দোনেশিয়ায় বোরনিওর পূরবে সুলাবেসি দ্বীপের গুহায় পাওয়া গেছে এ চিত্রকর্ম।গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ববিদ এডাম ব্রাম প্রথম দুইবছর আগে এ চিত্র দেখেন। এরপর তিনি আইফোনে এর ছবি তুলে নেন।

তবে ইন্দোনেশিয়ায় পাওয়া চিত্রগুলোই বিশ্বে সবচেয়ে পুরোনো নয়। গত বছর বিজ্ঞানীরা দক্ষিণ আফ্রিকায় একটি পাথরের টুকরোয় ৭৩ হাজার বছর আগের পুরোনো চিত্রকর্ম পাওয়া কথা জানিয়েছিলেন।