মিশরে মমিসহ ৩০টি কফিন উদ্ধার

মিশরের দক্ষিণাঞ্চলীয় লুক্সোর শহরে মমিসহ প্রাচীন ৩০ টি কাঠের কফিন উদ্ধার হয়েছে। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে বেশি কফিন উদ্ধারের ঘটনা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 01:47 PM
Updated : 20 Oct 2019, 01:47 PM

মিশরের প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, লুক্সোরের পশ্চিম তীরে আল-আসাসিফ সমাধিক্ষেত্রে একসঙ্গে পাওয়া গেছে কাঠের রঙিন এসব কফিন। এগুলোর ভেতর আছে নারী, পুরুষ ও শিশুদের মমি।

কফিনগুলো এখনও অক্ষত অবস্থায় আছে। এমন কি এর গায়ে যে অলঙ্করণ করা হয়েছে বা নকশা আঁকা আছে, তা বিন্দুমাত্র নষ্ট হয় নি। কফিনগুলো ৩ হাজার বছরের পুরোনো বলে জানানো হয়েছে বিবৃতিতে।

মিশরের প্রত্নতত্ত্ব বিষয়ক সুপ্রিম কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেছেন, মমিগুলো নারী, পুরুষ ধর্মগুরু এবং শিশুদের। কফিনের গায়ে উল্লিখিত তারিখ অনুযায়ী, তা ২২তম ফারাওনিক ডাইনেস্টির। এ ডাইনেস্টির সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব ১০ম শতাব্দীতে।