‘অভিবাসন প্রত্যাশীদের পায়ে গুলি করার প্রস্তাব দিয়েছিলেন’ ট্রাম্প

অভিবাসন প্রত্যাশীদের পায়ে গুলি করে তাদের গতি হ্রাস করার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, নতুন একটি বইয়ে এমনটি বলা হয়েছে। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 09:29 AM
Updated : 2 Oct 2019, 01:35 PM

নিউ ইয়র্ক টাইমসের দুই সংবাদিকের লেখা বইটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ থামাতে অনেকগুলো চরম পদ্ধতির প্রস্তাব করেছিলেন ট্রাম্প।

এগুলোর মধ্যে বিদ্যুতায়িত, ধাতুর কাঁটাযুক্ত দেয়াল নির্মাণ এবং সাপ বা কুমিরে পরিপূর্ণ পরিখা নির্মাণের বিষয়ও ছিল; জানিয়েছে বিবিসি।

মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণ ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি, যা বাস্তবায়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

এই দেয়াল নির্মাণ শুরু হয়েছে এবং এর নির্মাণে পেন্টাগন তাদের সামরিক বাজেট থেকে তিন দশমিক ছয় বিলিয়ন ডলার মঞ্জুর করেছে।

প্রকাশিত ওই প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।

‘বর্ডার ওয়ারস: ইনসাইড ট্রাম্পস অ্যাসাল্ট অন ইমিগ্রেশন’ নামের এই বইটি লিখেছেন সাংবাদিক মাইকেল শেয়ার ও জুলি ডেভিস। অনামা বহু কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে বইটি লিখেছেন তারা। নিউ ইয়র্ক টাইমস বইটি প্রকাশ করেছে।