গ্রিসের সাধারণ নির্বাচনে মধ্য-ডানপন্থি বিরোধীদলের জয়

গ্রিসের সাধারণ নির্বাচনে মধ্য-ডানপন্থি বিরোধীদল নিউ ডেমোক্র্যাসি জয় পেয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2019, 05:19 AM
Updated : 8 July 2019, 05:34 AM

অধিকাংশ জেলায় ভোট গণনা শেষে প্রতিদ্বন্দ্বী কিরিয়াকোস মিতসোতাকিসের কাছে পরাজয় মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস, জানিয়েছে বিবিসি। 

৮৮ শতাংশ জেলার ভোটের ফলাফল আসার পর দেখা যায়, নিউ ডেমোক্র্যাসি ৩৯ দশমিক আট শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে, সিপ্রাসের বামপন্থি সিরিজা পার্টি ৩১ দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছে।

নির্বাচনে জয়ী দল পার্লামেন্টে অতিরিক্ত ৫০টি আসন পাওয়ার কারণে নিউ ডেমোক্র্যাসি নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া মিতসোতাকিস সমর্থকদের বলেছেন, পরিবর্তনের জন্য জোরালো সমর্থন পেয়েছেন তিনি।

নির্বাচনের ফলাফল পরিষ্কার হয়ে যাওয়ার পর অভিনন্দন জানানোর জন্য মিতসোতাকিসকে ফোন করেছেন বলে নিশ্চিত করেন সিপ্রাস। এক সংবাদ সম্মেলনে ‘মাথা উঁচু করে জনগণের রায় মেনে নেওয়ার’ কথা জানান তিনি।

মিতসোতাকিস সোমবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

গত কয়েক দশকের মধ্যে সবনিম্ন ৫৭ শতাংশ ভোট পড়েছে এ নির্বাচনে। দেশটিতে ভোট দেওয়া কার্যত বাধ্যতামূলক হলেও এই আইনটি প্রয়োগ করা হয় না।

রোববার ভোটের দিন দেশটির বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৩৫ সেলসিয়াসের উপরে ওঠায় অনেকেই সমুদ্র সৈকতে গিয়ে ভিড় করেন, অনেকে বাড়ি থেকে বেরই হননি।