শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের ২৭ জন বিদেশি

শ্রীলঙ্কায় সিরিজ বোমা  বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে অন্তত ২৭ জন বিদেশি নাগরিক বলে জানিয়েছেন শ্রীলংকার কর্মকর্তারা। এদের মধ্যে ২ জন তুর্কি একজন ডাচ এবং একজন চীনা নাগরিক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2019, 02:22 PM
Updated : 21 April 2019, 03:21 PM

বিস্ফোরণের সময় শ্রীলংকার হোটেল এবং গির্জাগুলোতে ব্রিটিশ নাগরিকরাও আটকা পড়ে ছিলেন।

শ্রীলংকার ব্রিটিশ হাইকমিশনার হামলার শিকার হওয়া ব্রিটিশ নাগরিকদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়েছেন। তবে তাদের সংখ্যা কত তা এ মুহূর্তে নিশ্চিত করে জানাতে পারেন নি তিনি।

ওদিকে, চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র একজন চীনা নিহত হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছে। এর আগে সিনহুয়া বার্তা সংস্থা চার চীনা আহত হওয়ার খবর দিয়েছিল।

তাছাড়া, হামলায় ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, মরোক্কো এবং বাংলাদেশের নাগরিকরাও আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ইস্টার সানডের পরবের দিনেই শ্রীলঙ্কায় অন্তত আট জায়গায় গির্জা ও হোটেলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৭ জনে।

রোববার সকাল থেকে দুপুরের মধ্যে দুই দফায় এসব হামলার ঘটনায় আহত হয়েছেন সাড়ে চারশ মানুষ। ইস্টার সানডের প্রার্থনার জন্য গির্জায় পাঁচ শতাধিক লোক জড়ো হয়েছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।