সাপের ভয়ে ঘরবন্দি প্রেসিডেন্ট

লাইবেরিয়ার প্রেসিডেন্টকে এক রকম গৃহবন্দিই হতে হয়েছে অদ্ভুত এক কারণে৷ প্রেসিডেন্টের কার্যালয়ে যাওয়া একেবারে বন্ধ৷ কারণ, দুটি সাপ!

>>ডয়চে ভেলে বাংলাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2019, 04:41 PM
Updated : 19 April 2019, 04:46 PM

গত কয়েক দিন ধরেই লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইয়াহকে তার অফিসে দেখা যাচ্ছে না৷ তিনি বাসা থেকেই সারছেন প্রেসিডেন্টের সব কাজ।

কিছুদিন আগে তার অফিসঘর থেকে পাওয়া যায় দুটি সাপ৷ প্রেসিডেন্টের অফিসের রিসেপশনের পাশের দেওয়ালের গায়ে ছিল একটি ছোট গর্ত৷ সেই গর্ত থেকে দু'টি কালো সাপ বেরোতে দেখা গেলে ব্যাপক হইচই পড়ে যায়৷

প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি স্মিথ টোবি জানান, যতদিন না গোটা অফিস বাড়ির নিরাপত্তা পুনর্বিবেচনার কাজ শেষ হচ্ছে, ততদিন অফিসে আসবেন না প্রেসিডেন্ট উইয়াহ৷

লাইবেরিয়ায় বেশ কিছু বিষাক্ত সাপের বসবাস৷ স্বাভাবিকভাবেই দেশের প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না কেউ৷

শেষ খবর অনুযায়ী, সোমবারই কাজে ফিরবেন সাবেক ফুটবলার উইয়াহ৷ নিরাপত্তা যাচাইয়ের কাজ প্রায় শেষ৷

জর্জ উইয়াহ রাজনীতিতে আসার আগে ছিলেন একজন জনপ্রিয় ফুটবলার৷

১৯৯৫ সালে আফ্রিকার প্রথম ফুটবলার হিসেবে ফিফার বর্ষসেরা খেলোয়াড় হন তিনি৷ এখনো আফ্রিকার আর কোনো ফুটবলার এই স্বীকৃতি পাননি৷ ২০১৮ সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসাবে যাত্রা শুরু হয় জর্জ উইয়াহর৷