‘ডিজেলগেট' কাণ্ডে অভিযুক্ত সাবেক ফোল্কসভাগেন প্রধান

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে ভাঁওতা দেওয়ার ষড়যন্ত্রের জন্য জার্মান গাড়ি নির্মাতা ফোল্কসভাগেন-এর সাবেক প্রধান নির্বাহী মার্টিন ভিন্টারকর্ন নিজ দেশে অভিযুক্ত হয়েছেন।

>> ডয়চে ভেলে বাংলাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2019, 03:13 PM
Updated : 15 April 2019, 03:13 PM

সোমবার জার্মানির ব্রাউনশোয়াইগ শহরের আদালতে ভিন্টারকর্নসহ ফোল্কসভাগেনের আরও চারজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন প্রসিকিউটররা।

ফোল্কসভাগেন কোম্পানির ডিজেলচালিত গাড়ি থেকে আসলে ঠিক কতটুকু বায়ু দূষণকারী গ্যাস নির্গত হয়, তা নিয়েই এই কেলেঙ্কারির সূত্রপাত৷

ঘটনার মূলে রয়েছে একটি সফটওয়্যার, যা টেস্টের সময় নির্গত গ্যাসের পরিমাণ কম দেখায়৷ বাস্তবে, সেই গাড়ি থেকে অনেক বেশি দূষণ সৃষ্টি হয়৷

২০১৪ সালে এই কেলেঙ্কারি প্রথম ফাঁস হয়৷ ‘ডিজেলগেট' নামে পরিচিত এই কেলেঙ্কারির ফলে ভিন্টারকর্ন ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে পদত্যাগ করেন৷

জেলে যাবেন ভিন্টারকর্ন?

মার্টিন ভিন্টারকর্নের বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে, যেগুলো প্রমাণিত হলে তার দশ বছর পর্যন্ত কারাবাস হতে পারে৷ শুধু তাই নয়, কোম্পানির উচ্চপদে কাজ করার সময় ‘বোনাস' হিসাবে যে অর্থ ভিন্টারকর্ন আয় করেছেন, সেই অর্থের বড় অংশও ফেরত দিতে হতে পারে তাকে৷

ইতোমধ্যে ফোল্কসভাগেনের এই মামলায় কোম্পানিকে এক বিলিয়ন ইউরো জরিমানা দিতে হয়েছে৷ এই কেলেঙ্কারিতে বিশ্বব্যাপী তাদের ব্যবসায় যে বিরূপ প্রভাব পড়ে তাতে কোম্পানিটির ব্যবসায়িক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ২৯ বিলিয়ন ইউরোর মতো।

এছাড়া হাজার হাজার ক্রেতাও ফোল্কসভাগেনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন, যা প্রমাণিত হলে তাদের আরো কয়েক লাখ ইউরো ক্ষতিপূরণ দিতে হতে পারে।