দিল্লিতে হঠাৎ প্রবল শিলাবৃষ্টি

ভারতের রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার হঠাৎ করেই তুমুল বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। বরফে ঢেকে  গেছে পথঘাট।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2019, 02:08 PM
Updated : 8 Feb 2019, 02:08 PM

দিল্লিতে শিলাবৃষ্টি কখনো কখনো হলেও এত তীব্র শিলাবৃষ্টি শহরের বাসিন্দারা আগে দেখেনি। তাই সঙ্গে সঙ্গে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ শিলাবৃষ্টির ছবি, ভিডিও পোস্ট করেছে।

এতে দেখা গেছে, চেরি-আকৃতির বরফের বলে ছেয়ে গেছে চারদিক। রাস্তাঘাট পুরো সাদা হয়ে আছে। শিলাবৃষ্টির ছবিসহ বরফ-ঢাকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার ভিডিও ফেইসবুক-টুইটার কিংবা হোয়াটসএ্যাপে পোস্ট করেছেন অনেকে।

অনেকেই আবার অস্বাভাবিক এ পরিস্থিতিকে তুলনা করেছেন শিকাগো কিংবা লন্ডনের তুষারপাতের সঙ্গে। প্রতিকূল আবহাওয়ার কারণে এদিন সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে ৩০ টিরও বেশি ফ্লাইট স্থগিত হয় বলে জানিয়েছে বিবিসি।

তবে দিল্লির এ শিলাবৃষ্টির একটা ইতিবাচক প্রভাবও লক্ষ্য করা গেছে। প্রবল শিলাবৃষ্টির ফলে দিল্লির বিষাক্ত ধোঁয়াশা কেটে গিয়ে বাতাস অনেকটাই পরিষ্কার হয়েছে। দিল্লির রাস্তায় অনেককেই শিলা নিয়ে খেলায় মেতে উঠতে দেখা গেছে।

এর আগে গত কয়েক দিনে ভারতের উত্তরাঞ্চলে ব্যাপক তুষারপাত হয়েছে। ধসের ভয়ে সেখানে অনেক এলাকায় স্কুলও বন্ধ করে দেওয়া হয়।