সিরিয়ায় মানবিজ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী

সিরিয়ায় ছয় বছরের মধ্যে প্রথম উত্তরাঞ্চলীয় মানবিজ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।

>>রয়টার্স
Published : 28 Dec 2018, 03:51 PM
Updated : 28 Dec 2018, 04:33 PM

শুক্রবার সেনাবাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছেন। এলাকাটির নিয়ন্ত্রণে থাকা কুর্দি মিলিশিয়ারা সেখান থেকে চলে গিয়ে সিরিয়া বাহিনীর হাতে শহরটি ছেড়ে দিয়েছে।

মানবিজে তুরস্কের সেনাদের নতুন করে হামলার আশঙ্কার মধ্যেই সেখানকার নিয়ন্ত্রণ নিল সিরিয়া। তুরস্ক কুর্দি ওয়াইপিজি বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী বলেই গণ্য করে।

এই ওয়াইপিজি কুর্দিদেরকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা ফেরানোর পরিকল্পনা ঘোষণা করার পরই যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি যোদ্ধারা মানবিজ ছাড়ল।

ট্রাম্প গতসপ্তাহে সিরিয়া থেকে ২ হাজার মার্কিন সেনা ফেরানোর ঘোষণা দিয়েছেন। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) পরাজিত হয়েছে যুক্তিতে তিনি সেনা ফেরানোর এ সিদ্ধান্ত জানান।

কিন্তু মার্কিন সেনা সরে গেলে আবার সিরিয়ায় আইএস এর উত্থান ঘটার আশঙ্কায় অনেকেই সেখানে সেনা রাখার পক্ষপাতি। আইএস এর বিরুদ্ধে লড়াই করে আসা কুর্দিরা ট্রাম্পের ওই সিদ্ধান্তকে বিশ্বাসঘাতকতা হিসাবেই প্রত্যক্ষ করছে।

যুক্তরাষ্ট্রের সমর্থন হারিয়ে এ কুর্দিরা এখন অনিচ্ছা সত্ত্বেও সিরিয়ার সেনাবাহিনীর উপস্থিতি মেনে নিচ্ছে। কারণ, তাদের আশা রাশিয়া এবং ইরান সমর্থিত সিরিয়ার সেনাবাহিনী তুরস্কের হামলা ঠেকাবে।