ইন্টারপোলের সাবেক প্রধান হয়ত বেঁচে নেই, সন্দেহ স্ত্রীর

চীনে আটক ইন্টারপোলের সাবেক প্রধান কর্মকর্তা মেং হংওয়ে বেঁচে আছেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার স্ত্রী গ্রেস মেং। নিজের জীবন নিয়েও শঙ্কিত বলে জানিয়েছেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2018, 03:19 PM
Updated : 19 Oct 2018, 04:14 PM
গত ২৫ সেপ্টেম্বর ফ্রান্স থেকে চীন সফরে গিয়ে নিখোঁজ হন মেং। পরে চীন জানায়, তাকে আটকে রাখা হয়েছে এবং ঘুষ গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

এর কয়েকসপ্তাহ পর বৃহস্পতিবার বিবিসি’কে দেওয়া প্রথম সাক্ষাৎকারে গ্রেস মেং চীন সরকারের কড়া সমালোচনা করেছেন। তার স্বামীর পর চীন এখন তাকেই টার্গেট করছে বলেও জানান তিনি।

গ্রেস বলেন, তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, ফ্রান্সে তার পেছনে আছে দুটি টিম।

চীন যে কোনোকিছুই করতে পারে এবং ভিন্নমতাবলম্বীদের দমনে তাদের ক্ষমতার কোনো সীমা নেই মন্তব্য করে তিনি বলেন, “তারা নিষ্ঠুর, নোংরা।”

“আমার স্বামী রাজনৈতিক নিপীড়নের শিকার বলেই আমি মনে করি। সে বেঁচে আছে কিনা তাও আমি নিশ্চিত নই।”