‘দানবীয়' হারিকেন মাইকেলের কবলে ফ্লোরিডা

ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে চার মাত্রার হারিকেন মাইকেল ফ্লোরিডা উপকূলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2018, 06:20 AM
Updated : 10 Oct 2018, 07:20 PM

ফ্লোরিডার গভর্নর রিক স্কট ঝড়ে ‘অকল্পনীয় ক্ষয়ক্ষতির’ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। বলেছেন, ১শ’ বছরের মধ্যে এ ঝড়ই হবে সবচেয়ে ভয়াবহ। দুর্যোগের এ সময়টিতে স্কট লোকজনকে ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন।

স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে হারিকেনটি ফ্লোরিডা উপকূলে আঘাত হানার আশঙ্কায় আগে থেকেই যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বিপুল সংখ্যাক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।

মধ্য আমেরিকায় তাণ্ডব চালিয়ে যুক্তরাষ্ট্রে মাইকেলের ভয়াল রূপের কারণে এরই মধ্যে ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ফ্লোরিডার তিন লাখ ৭০ হাজারেরও বেশি লোককে ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।স্কুল ও অঙ্গরাজ্যের বিভিন্ন কার্যালয়ও বন্ধ রাখা হয়েছে।

চলতি সপ্তাহে মধ্য আমেরিকায় আঘাত হানা এ ঝড়টিতে হন্ডুরাস, নিকারাগুয়া, এল সালভাদর ও কোস্টারিকায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

“এটি জীবন-মরণের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে,” উপকূলীয় এলাকার বাসিন্দার সতর্ক করে বলেছেন ফ্লোরিডার গভর্নর স্কট; ওই এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

হারিকেনটির প্রভাবে যুক্তরাষ্ট্রের কিছু কিছু এলাকায় ১২ ইঞ্চি বৃষ্টি হতে পারে, ১২ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে এর আগে আবহাওয়ার পূর্বাভাসে ধারণা দেওয়া হয়েছে।

ভূখন্ডে আঘাত হানার পর ঝড়টি এখন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে অগ্রসর হতে পারে,” সর্বশেষ আবহাওয়া বুলেটিনে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচএস)

মাইকেলকে ‘দানবীয় ঝড়’ অ্যাখ্যা দিয়ে কর্মকর্তাদের নির্দেশ শুনতে উপকূলীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানান গভর্নর স্কট।

“ভয়াবহ এ ঝড় রাজ্যের একাংশকে একেবারেই তছনছ করে দিতে পারে, বিশেষ করে প্যানহ্যান্ডেল এলাকাটিকে। ফ্লোরিডার প্যানহ্যান্ডেলে কয়েক দশকের মধ্যে এটিই হবে সবচেয়ে ভয়াবহ ঝড়। পানির যে প্রাচীর আসছে তাতে কেউই বাঁচতে পারবেন না,” সতর্ক করেন স্কট।

ঝড় মোকাবেলায় ন্যাশনাল গার্ডের আড়াই হাজার সদস্যকে মোতায়েন করার কথা আগের দিনই জানিয়েছিলেন ফ্লোরিডার গভর্নর।

মাইকেলের কারণে যুক্তরাষ্ট্রের উপকূল রেখা বরাবর ৩০০ মাইলের বেশি এলাকা ঝুঁকির মুখে আছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

ফ্লোরিডা ও আলাবামায় তীব্র বাতাস, তাৎক্ষণিক বন্যা ও একের পর এক ঢেউ আঘাত হানতে পারে বলেও বাসিন্দাদের সতর্ক করেছে তারা।

আলাবামায় টর্নেডোও আঘাত হানতে পারে বলে ধারণা কর্মকর্তাদের। গত মাসে হারিকেন ফ্লোরেন্সে ভেসে যাওয়া ক্যারোলাইনাতেও মাইকেল তুমুল বৃষ্টি ঝরাতে পারে।

“আমি জানি লোকজন এখনো ফ্লোরেন্সের অবসন্নতাই কাটাতে পারেনি। কিন্তু এই ঝড়টি যেন বিনা প্রস্তুতিতে আপনাকে ধরে ফেলতে না পারে,” বাসিন্দাদের উদ্দেশ্যে এমনটাই বলেন নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার।

ঝড়ে কেন্দ্রীয় সরকারের প্রস্তুতির ব্যাপারে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, “হারিকেনের ব্যাপারে আমরা বেশ ভালোভাবেই প্রস্তুত।”