তুরস্কে আগাম নির্বাচনের ঘোষণা

তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 04:46 PM
Updated : 18 April 2018, 04:46 PM

আগামী ২০১৯ সালের নভেম্বরে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল।

কিন্তু বুধবার হঠাৎ করেই এরদোয়ান আগামী ২৪ জুন আগাম নির্বাচনের ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি।

২০০২ সালে তুরস্কের ক্ষমতায় আসেন এরদোয়ান। গত বছর সংবিধান সংশোধনের মাধ্যমে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার বন্দোবস্ত করেন তিনি।

ধারণা করা হচ্ছে, তার মিত্ররাই আগাম নির্বাচনের ডাক দেওয়ার পরামর্শ দিয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এরদোয়ান বলেন, দেশ পরিচালনার ‘পুরাতন ব্যবস্থার পীড়া থেকে’ বাঁচতে নতুন নির্বাচন সময়ের দাবি।

“সিরিয়া এবং আশেপাশের দেশগুলোর পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ভবিষ্যতে আমাদের দেশকে দৃঢ় পথে পরিচালিত করতে জরুরি ভিত্তিতে দেশ পরিচালনায় নতুন নির্বাহী ব্যবস্থা চালু করতে হবে।”