টেক্সাসে গোলাগুলিতে বন্দুকধারীসহ নিহত ৮

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর প্লানোর একটি বাড়িতে গোলাগুলিতে এক বন্দুকধারীসহ আট জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2017, 08:04 AM
Updated : 11 Sept 2017, 08:04 AM

রোববার রাতে একটি ফুটবল ম্যাচ দেখার উদ্দেশ্যে আয়োজিত এক পার্টিতে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পার্টি চলার সময় ওই বাড়িতে এক ব্যক্তি হাজির হয়ে বাইরে এক নারীর সঙ্গে তর্কে লিপ্ত হয়, তর্কাতর্কির এক পর্যায়ে ওই নারী বাড়ির ভিতরে চলে গেলে আগন্তুক ব্যক্তি একটি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করে গুলি করতে শুরু করে।

ক্রিস্টাল সাগ নামের ওই প্রত্যক্ষদর্শী বলেন, “আমি এক ব্যক্তিকে এক নারীর সঙ্গে তর্ক করতে দেখেছিলাম। তারা বাইরে দাঁড়িয়ে তর্ক করছিল। ওই নারী ভিতরে ফিরে যাওয়া চেষ্টা করছিল এবং একসময় চলে যায়, এর পরপরই ওই ব্যক্তি বন্দুক বের করে ভিতরে গিয়ে গুলি করতে শুরু করে।”  

প্লানো পুলিশের মুখপাত্র ডেভিড টিলে জানিয়েছেন, গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

প্রথম যে কর্মকর্তা সেখানে যান তিনি বাড়িটির ভিতরে প্রবেশ করে সন্দেহভাজন গুলিবর্ষণকারীর মুখোমুখি হয়ে তাকে গুলি করে হত্যা করেন বলে জানান টিলে।

গোলাগুলির ঘটনায় আরো দুইজন আহত হন, তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। 

নিহতদের ও সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করা হচ্ছে। নিহতদের সঙ্গে সন্দেহভাজনের কী সম্পর্ক ছিল তা পরিষ্কার হওয়া যায়নি।

ঘটনাটির বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।