তালেবান প্রধানের আনুগত্য স্বীকার করলেন জাওয়াহিরি

আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি অনলাইনে পোস্ট করা একটি অডিও বার্তায় নতুন আফগান তালেবান প্রধান মোল্লা আখতার মনসুরের আনুগত্য স্বীকার করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2015, 02:57 PM
Updated : 13 August 2015, 02:57 PM

আল কায়েদার মেডিয়া শাখা আল-শাহাব মোল্লা মনসুরের কাছে জাওয়াহিরির এ প্রতিশ্রুতির বার্তা প্রকাশ করেছে। গত বছর সেপ্টেম্বরের পর থেকে এটিই জাওয়াহিরির প্রথম বার্তা।

এতে জাওয়াহিরি বলেন, “আমরা আমাদের নেতা মোল্লা মোহাম্মদ আখতার মনসুরের আনুগত্য প্রকাশ করছি। আল্লাহ তাকে রক্ষা করুন।”

জাওয়াহিরি আফগান-পাকিস্তান সীমান্তের তালেবান ঘাঁটিতে আশ্রয় খুঁজছেন বলে ধারণা করা হয়। তাছাড়া, গত মাসে সাবেক তালেবান নেতা মোল্লা মোহম্মদ ওমরের মৃত্যুর পর থেকে জাওয়াহিরি নিজেও মারা গেছেন কিনা তা নিয়েও রয়েছে জল্পনা।

আল কায়েদা এবং জাওয়াহিরি মোল্লা ওমরকেই বিশ্বব্যাপী জিহাদি আন্দোলনের নেতা হিসাবে মানতেন।

মোল্লা ওমরের মৃত্যুর পর তার ডেপুটি মোল্লা মনসুরকে তালেবান নেতা নিয়োগ করা নিয়ে দলেই বিভক্তি সৃষ্টি হয়েছে। অনেক ঊর্ধ্বতন তালেবান সদস্যই মনসুরের নেতৃত্ব নিয়ে নাখোশ।

এ পরিস্থিতিতে মনসুরের প্রতি জাওয়াহিরির এ বার্তা গুরুত্ববাহী বলেই মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, তালেবান নেতার বৈধতার জন্য তার প্রতি অন্যান্যদের আনুগত্য প্রকাশকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসাবেই দেখা হয়ে থাকে।আর শপথ ভঙ্গ করাটা গণ্য হয় অপরাধ হিসাবে।