পশ্চিমবঙ্গের বিধানসভায় বাংলাদেশের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে কটাক্ষ করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
Published : 10 Dec 2024, 12:44 AM
বাংলাদেশের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বাংলা বিহার উড়িষ্যা দাবির হুঁশিয়ারির জবাব দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তৃতায় কটাক্ষ করে এবং আশ্চার্যান্বিত হয়ে তিনি বলেন,বহির্শক্তি ভারতের ভূমি দখলের চেষ্টা করবে আর “ভারতীয়রা বসে ললিপপ চুষবে!”
ডিসেম্বরের শুরুর দিকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমননার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এ আহ্বান জানিয়েছিলেন রিজভী।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’ শীর্ষক ওই বিক্ষোভ-সমাবেশ হয়। বক্তৃতায় রিজভী বলেছিলেন, “ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা হিন্দু-মুসলমানসহ সবাই এক সাথে লড়ব।
“আপনারা আমাদের পতাকা আগরতলায় সরকারী হাই কমিশনের গেইট ভেঙে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা প্রচণ্ড আঘাত, আমাদেরকে বড় আঘাত দিয়েছে ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী। আমরা কি এটা ভুলে যাব, এটা আমরা কোনোদিন ভুলে যাব না।”
“আপনাদের যদি কোনো অশুভ ইচ্ছা থাকে, আমরাও তাহলে বলব, আমাদের যে নবাবের এলাকা… বাংলা-বিহার-উড়িষ্যা, আমরা সেইটা দাবি করব।”
ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, রিজভীর ওই বক্তব্য এবং ভাইরাল হওয়া একটি ভিডিও’র প্রতিক্রিয়ায় সোমবার মমতা ওই মন্তব্য করেন। ভাইরাল সেই ভিডিওটিতে দেখা গেছে, বাংলাদেশের দুই প্রবীণ সেনা কর্মকর্তা দাবি করেছেন যে, সেনারা কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ দখল করে নিতে পারে।
বিধানসভার বক্তৃতায় মমতা বলেন, “আপনারা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবেন, আর আমরা বসে বসে ললিপপ চুষব? সে কথা কখনও মাথাতেও আনবেন না।”
নয়াদিল্লি এবং ঢাকার বাড়তে থাকা উত্তেজনার মাঝে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা গণমাধ্যম ও রাজনৈতিক নেতাদের শান্ত থাকারও আহ্বান জানান। রাজ্যের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে এমন কোনও উসকানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।