নাৎসিদের হারানোর বর্ষপূর্তিতে কিইভে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেইনের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা কাস্পিয়ান সাগর অঞ্চল থেকে ছোড়া সব রুশ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2023, 07:48 AM
Updated : 9 May 2023, 07:48 AM

কিইভে রাশিয়া ১৫টির মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র মারলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা সবগুলোকেই ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে ইউক্রেইনের কর্মকর্তারা দাবি করেছেন।

মঙ্গলবারের এ হামলা দেশটির রাজধানীতে কয়েকদিনের মধ্যে দ্বিতীয় বড় হামলা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই হামলার আগে ইউক্রেইনের বেশিরভাগ অংশজুড়ে বিমান হামলার সতর্ক সঙ্কেতও বেজে উঠেছিল।

“আগ্রাসনকারীদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে,” মেসেজিং অ্যাপ টেলিগ্রামে রাশিয়াকে ইঙ্গিত করে বলেছেন কিইভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো।

এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ৫ দফা ইউক্রেইনে বিমান হামলা চালাল রাশিয়া, আগেরদিনই তারা প্রতিবেশী দেশটির বিভিন্ন লক্ষ্যস্থলে হামলা চালাতে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছিল।

মার্চের প্রথমভাগের পর কিছুদিন শান্ত থাকা মস্কো ১০দিন আগে ইউক্রেইনে দফায় দফায় বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পুনরায় শুরু করে।

১৯৪৫ সালে নাৎসি জার্মানিকে হারানোর বর্ষপূর্তিতে ‘বিজয় দিবস’ উদ্‌যাপনের মধ্যেই রাশিয়া কিইভে এই ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালাল।   

দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের দিন ৯ মে প্রতিবছরই রাশিয়ায় বেশ ধুমধামের সঙ্গে পালিত হয়।

“তারা এইদিনে যত বেশি সংখ্যক বেসামরিক মারা যায়, সেই চেষ্টা করেছিল,” বলেছেন পপকো।

কাস্পিয়ান সাগর অঞ্চল থেকে ছোড়া ওই ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, বলেছেন তিনি।

কিইভের দক্ষিণপশ্চিমের হলোসিভস্কি জেলার একটি বাড়ির ওপর ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থাপনা গোলার ধ্বংসাবশেষ পড়লেও কেউ হতাহত হয়নি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি, টেলিগ্রামে বলেছেন কিইভের মেয়র ভিতালি ক্লিৎস্কো।

কিইভের যে এলাকায় প্রায়ই হামলা হয়, সেই শেভচেঙ্কিভস্কি জেলায় সড়কে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মিলেছে।