যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন আরও সহিংসতা উস্কে দিতে পারে বলেও উদ্বেগ বাড়ছে- রয়টার্স/ইপসোস জরিপে এমনটি দেখা গেছে।
Published : 17 Jul 2024, 06:49 PM
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হত্যাচেষ্টার শিকার হওয়ার পর দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেই শঙ্কায় আছে আমেরিকানরা। আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন আরও সহিংসতা উস্কে দিতে পারে বলেও উদ্বেগ বাড়ছে। রয়টার্স/ইপসোস এর নতুন এক জরিপে উঠে এসেছে এ তথ্য।
মঙ্গলবার শেষ হওয়া দুইদিনের এই জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় নিবন্ধিত ভোটারদের মধ্যে সমর্থনের দিক থেকে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প মাত্র ৩ শতাংশ পয়েন্টে (৪৩%-৪১%) এগিয়ে আছেন।
এতে বোঝা যায় ট্রাম্প হত্যাচেষ্টার শিকার হলেও তা ভোটারদের ভাবাবেগে তেমন বড় কোনও পরিবর্তন আনেনি। তবে ৮০ শতাংশ ভোটার- যাদের মধ্যে আছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরাও- বলেছে, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে-একথার সঙ্গে তারা একমত।
জরিপটি পরিচালনা করা হয়েছে অনলাইনে যুক্তরাষ্ট্রজুড়ে ১২০২ জনের ওপর। এর মধ্যে ৯৯২ জনই নিবন্ধিত ভোটার।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যা সেয়া ৬টার দিকে পেনসিলভেইনিয়ায় নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের ওপর গুলি ছোড়েন এক হামলাকারী। গুলিতে ট্রাম্পের ডান কান ছুয়ে বেরিয়ে যায় গুলি।
ট্রাম্পের ওপর এই হামলার ঘটনা স্মরণ করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্ধশতাব্দী আগের সেই কালো অধ্যায়, যখন কেনেডি ভাতৃদ্বয়-যাদের একজন ছিলেন প্রেসিডেন্ট, আর অপরজন প্রেসিডেন্ট পদপ্রার্থী- আতাতীয়র গুলিতে তারা নিহত হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের অভিশপ্ত রাজনৈতিক সহিংসতার পটভূমিতে নতুন এই কালো অধ্যায়ের সূচনা হওয়ার মধ্যে জরিপে অংশ নেওয়া ৮৪ শতাংশ ভোটারই বলেছেন, উগ্রপন্থিরা নির্বাচনের পর সহিংস তৎপরতা চালাবে বলে তারা শঙ্কিত। এর আগে গত মে মাসে পরিচালিত জরিপে এই সংখ্যা ছিল ৭৪ শতাংশ।
সুতরাং দেখা যাচ্ছে, আমেরিকায় রাজনৈতিক সহিংসতা নিয়ে মানুষের উদ্বেগ বাড়ারই আলামত দিচ্ছে সাম্প্রতিক জরিপের ফল। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গা-হাঙ্গামার পর থেকে এই উদ্বেগ অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
জরিপে ৬৭ শতাংশ মার্কিনিই বলেছে, তারা তাদের রাজনৈতিক বিশ্বাসের কারণে নিজ নিজ কমিউনিটিতে সহিংসতার শিকার হওয়ার আশঙ্কায় আছে। ২০২৩ সালের জুনে পরিচালিত রয়টার্স/ইপসোস জরিপে এই সংখ্যা ছিল ৬০ শতাংশ।
আর সর্বসাম্প্রতিক জরিপে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের বেশিরভাগই বলেছেন, আমেরিকানরা একজোট হয়ে শান্তিপূর্ণভাবে মতবিভেদের সমাধান করার পরিবর্তে বরং সহিংসতার আশ্রয় নিতে পারে বলে তারা শংকিত।