নিউ ইয়র্কে বোয়িংয়ের শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।
Published : 01 Nov 2024, 11:57 AM
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের নতুন প্রস্তাবের ওপর ভোট দিতে প্রস্তুত আন্দোলনকারী, যাতে আগামী চার বছরে ৩৮ শতাংশ বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে।
৩০ হাজারেরও বেশি আন্দোলনকারী শ্রমিকের প্রতিনিধিত্বকারী ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্ট অ্যান্ড অ্যারোস্পেস ওয়ার্কার্স (আইএএম) ইউনিয়ন এই প্রস্তাবকে সমর্থন করে বলেছে, এ বিষয়ে সদস্যরা সোমবার ব্যালটের মাধ্যমে রায় দেবেন।
বিবিসি লিখেছে, গত ১৩ সেপ্টেম্বর থেকে ধর্মঘটের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং কোম্পানির সংকট আরও গভীর হয়।
এর আগে ইউনিয়নের তরফে ৪০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানানো হয়েছিল। শ্রমিকরা ৩৫ শতাংশ বেতন বৃদ্ধির সবশেষ প্রস্তাবসহ দুটি প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছেন।
নতুন করে বেতন বৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে শ্রমিকদের জন্য ১২ হাজার ডলার বোনাসের কথা বলা হয়েছে। আগে শ্রমিকরা ৭ হাজার ডলার বোনাস পেতেন।
আইএএম’র সোশাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, “এই অর্জনগুলো আমাদের সদস্যদের গ্রহণ করার এবং আত্মবিশ্বাসের সঙ্গে বিজয় ঘোষণা করার সময় এসেছে।
“আমরা মনে করি যে, আমরা যতো সাফল্য অর্জন করেছি, তাতে সদস্যদের আরও সময় ধর্মঘটে থাকতে বলা ঠিক হবে না।”
বোয়িং জানিয়েছে, নতুন প্রস্তাবের ফলে আগামী চার বছরে গড় বার্ষিক বেতন ১ লাখ ১৯ হাজার ৩০৯ ডলারে উন্নীত হবে।
এক বিবৃতিতে কোম্পানির তরফে বলা হয়, “উন্নত প্রস্তাব সম্পর্কে আরও জানতে এবং ৪ নভেম্বর সোমবার ভোট দিতে আমরা আমাদের সব কর্মীকে উৎসাহিত করছি।”
নতুন প্রস্তাবে কর্মীদের অবসর সুবিধাতেও পরিবর্তন আনা হয়েছে।
বিবিসি লিখেছে, নতুন প্রস্তাব ঘোষণার পর নিউ ইয়র্কে বোয়িংয়ের শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।
বোয়িং একদিনে ধর্মঘটের অবসানের যেমন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তেমনই নতুন অর্থ পাওয়ার চেষ্টায় আছে।
গত সপ্তাহে কোম্পানির বাণিজ্যিক উড়োজাহাজ ব্যবসা বিভাগ জানিয়েছে, সেপ্টেম্বর নাগাদ তিন মাসে ৪ বিলিয়ন ডলার পরিচালন লোকসান গুনতে হয়েছে।
দুই হাজার কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করতে চলতি সপ্তাহের শুরুতে শেয়ার বিক্রি শুরু করেছে কোম্পানিটি।
বিবিসি লিখেছে, ধর্মঘট দীর্ঘায়িত হওয়ার কারণে বোয়িংয়ের ক্রেডিট রেটিংয়ের অবনমন হতে পারে। ফলে অর্থ ধার করতে কোম্পানির ব্যয় আরও বেড়ে যাবে।
বোয়িং তার ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েও এগিয়ে চলেছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত প্রথম নোটিস জারি করা হতে পারে।
গত জানুয়ারিতে বোয়িংয়ের একটি যাত্রীবাহী উড়েড়াজাহাজ মাঝ আকাশে বিস্ফোরণের ঘটনার পর থেকে কোম্পানিটি সংকটে পড়তে থাকে।
এর স্টারলাইনার যান নভোচারী বহন না করে পৃথিবীতে ফিরে আসতে বাধ্য হওয়ার পরে এর মহাকাশ ব্যবসাও ক্ষতির মুখে পড়েছে।