জো বাইডেন একটা বই কিনলেন– তা নিয়ে কেন এত জল্পনা?
বিদায়বেলায় ‘জেনোসাইড জো’ নামে পরিচিতি পাওয়া বাইডেন কি অনুতপ্ত? নিজের দলের এত বড় হারের পরে তিনি কি বুঝতে পারছেন গত নির্বাচনে তরুণদের ও মুসলমানদের ভোট ডেমোক্রেটিক পার্টির জন্য কি-যে প্রয়োজন ছিল! বাইডেন সেদিন যে বইটা কিনেছেন এটা যদি চার বছর আগে কিনতেন, তাহলে গাজা যুদ্ধ কি অন্য রকম হতো?