১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
ঢাকার শ্যামপুর এলাকার শতাধিক প্রিন্ট, নিট, ডায়িং কারখানার বিপুল বর্জ্য প্রতিনিয়ত পড়ছে বুড়িগঙ্গা নদীতে। নদীতে পানি কমার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে দূষণের মাত্রা।
বর্ষায় রূপ বদলায় শীতলক্ষ্যা; পানি বেশি থাকায় তখন নদীর দূষণ খুব একটা চোখে পড়ে না। তবে শুকনো মৌসুমে বদলে যায় পানির রং। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে ওঠে ‘রঙিন দূষণ’।