২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
‘সড়ক দুর্ঘটনা’ ও ‘ডেঙ্গু উপদ্রব’– বাংলাদেশের কাঠামোগত সহিংসতার দুটি উদাহরণ। কারণ রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উদাসীনতার ফলে এই দুটি ঘটনায় বিপুল প্রাণহানি ঘটে। তাই এটা বললে অত্যুক্তি হবে না যে, সড়ক দুর্ঘটনা ও ডেঙ্গু নিয়ে বছরের পর বছর বাংলাদেশে যা চলছে সেটি এক ধরনের ‘যুদ্ধাবস্থা’ও।
ভবদহের মানুষের প্রতি এই জল-নিপীড়ন শুধুমাত্র অব্যবস্থাপনার ফল নয়। মূল দায় হলো রাষ্ট্রের বৈষম্যমূলক ‘পদ্ধতি’ বা ‘কাঠামো’র। অর্থাৎ যত দিন না এই নিপীড়নমূলক কাঠামো ভাঙছে তত দিন ভবদহের জলাবদ্ধতা শেষ হবে না। ভবদহের মানুষের মানবাধিকারও সুরক্ষিত হবে না।